রংপুর জেলা পীরগাছা উপজেলার মধ্যে এই ইউনিয়ন অবস্থিত। ইহা পীরগাছা উপজেলার মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসাব পরিচিতি। ইহা রংপুর জেলা পীরগাছা উপজেলা থেকে সোজা ৮ কিলো পূর্বে ইউনিয়ন অবস্থিত। কাল পরিক্রমায় ছাওলা ইউনিয়ন আজ শিক্ষা,সাংস্কৃতিক ধর্মীয় অনুষ্টান খেলা ধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজেস্ব স্বকীয়তা আজ সমজ্জল ।এই ইউনিয়নে একটি বড় হাট রয়েছে যাহার নাম পাওটানাহাট নামে পরিচিতি।এই হাটের বাৎসরিক সিডিউল ডাক প্রায় ৬৫ লাক্ষ টাকার মতো।এই হাটে অনেক দুরদুরান্ত থেকে মানুষ বাবস্যা করতে আসে।
নাম- ৫নং ছাওলা ইউনিয়ন
আয়তন-৩৭.৭৭বগঃকিঃমিঃ
মোট জনসংখ্যাঃ-৪৫৯১১
গ্রামের সংখ্যা ২৪টি
হাট ও বাজার মোট ৪ টি
উপজেলা থেকে যোগাযোগের মাধ্যাম অটো রিক্সা ও রিক্সা, নছিমন ইত্যাদি ।
শিক্ষার হার ৬০% জরীপ আনুযায়ী।
কলেজ | পাওটানা হাট কলেজ ১টি |
মাধ্যমিক বিদ্যালয় | উচ্চ বিদালয় ৫টি |
নিম্ন মাধ্যমিক বিদ্যালয় | ১ টি রতনপুর নিম্ন মাধোমিক |
প্রাথমিক বিদ্যালয় | সরকারীপ্রাথমিক বিঃ ১১টি রেজিঃ প্রাঃ বিঃ ১৯ টি কমিনিটি বিঃ ১টি |
মাদ্রাসা | ফাজিল মাদ্রাসা ১টি দাখিল মাদ্রাসা ৪টি ফাজিল মাদ্রাসা ৪টি |
দায়িত্ব রত চেয়ারম্যান মোঃ নাজির হোসেন
ইউপি ভবন স্থাপিত- ২১/১০/২০০১
গ্রাম সমুহের নামঃ পশ্চিম হাগুরিয়া হাসিম,আপ্তাব উদ্দিন হাসিম, গাবুড়া, কাশিম, হরিরাম, রামশিং দৌলত খা, জুয়ান, কান্দিনা, নারায়নপুর,জিগাবাড়ী,হরিরাম, বালাটারী,পূর্ব ব্রাহ্মনী কুন্ডা,পশ্চিম ব্রাহ্মনী কুন্ডা,আদম,নবু হাড়িয়া ঘাট, নিজতাজ, তাজতালুক,শিবদেব,পূর্ব হাগুরিয়া হাসিম, ছাওলা,রতনপুর,ধাপগাছ,দামুশ্বর।
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস