Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

৫ নং ছাওলা ইউনিয়ন পরিষদে আপনাকে স্বাগতম, আপনার শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করুন। অন্যথায় পরবর্তিতে জটিলতায় পড়তে পারেন। নিয়মিত ইউপি কর পরিশোধ করুন।

মোঃ নাজির হোসেন, চেয়ারম্যান, মোবাইল নম্বরঃ 01716298035,  পলাশ কুমার চৌধুরী, ইউপি সচিব, মোবাইল নম্বরঃ 01717255606,  মোঃ জিয়াউর রহমান, উদ্যোক্তা, মোবাইল নম্বর: 01722807087।



লিগ্যাল এইড সেবা

আপনি জানেন কি ?

সরকার বিনামূল্যে দেশের দরিদ্র জনগণকে আইনগত সহায়তা দিচ্ছে ।

·        দেশের সুবিধা বঞ্চিত অসচ্ছল দরিদ্র জনগণকে আইনগত সহায়তা দেয়ার জন্য সরকার ‍‍আইনগত সহায়তা প্রদান আইন ২০০০” নামক একটি আইন প্রনয়ন করেছে ।

·        এ লক্ষ্যে দেশের প্রায় প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে একটি আইনগত সহায়তা কমিটি গঠন করা হয়েছে । জেলা কমিটির চেয়ারম্যান সংশ্লিষ্ট জেলার জেলা দায়রা জজ এবং উপজেলা ও ইউনিয়ন কমিটির চেয়ারম্যান সংশ্লিষ্ট পরিষদের চেয়ারম্যান ।

·        দরিদ্র জনগনের মধ্যে বাদী-বিবাদী উভয়ই ও কার্যক্রমের আওতায় বিনামূল্যে আইনগত সহায়তা পেতে পারেন ।

সরকারী আইনগত সহায়তা কারা কারা পাবে ।

জাতীয় আইনগত প্রদান নীতিমালা ২০০১ অনুযায়ী অন্যান্যের মধ্যে নিম্নবর্ণিত ব্যক্তিগত আইন সহায়তা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হতে পারেন ।

·        কর্মক্ষম নন, আংশিক কর্মক্ষম, বর্মহীন বা বার্ষিক ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকার উর্দ্ধে আয় করতে অক্ষম এমন মুক্তিযোদ্ধা ; (সংশোধিত নীতীমালা ২০১৪)

·        বয়স্ক ভাতা পাচ্ছেন এমন কোন ব্যক্তি ।

·        ভি জি ডি কার্ডধারী দুঃস্থ মাতা;

·        পাচারের ফলে ক্ষতিগ্রস্থ নারী বা শিশু ;

·        দুর্বৃত্ত দ্বারা এসিড দগ্ধ নারী বা শিশু ;

·        আর্দশ গ্রাম বা গুচ্ছ গ্রামে গৃহ বা ভূমি বরাদ্দপ্রাপ্ত কোন ব্যক্তি;

·        অসচ্ছল বিধবা , স্বামী পরিত্যক্তা এবং দুঃস্থ মহিলা;

·        উপার্জনে অক্ষম, সহায় সম্বলহীন প্রতিবন্ধী ;

·        আর্থিকভাবে অসচ্ছলতার দরুন আদালতে অধিকার প্রতিষ্ঠা বা আত্নপক্ষ সমর্থন করতে অসমর্থ ব্যক্তি;

·        বিনা বিচারে আটক এমন ব্যক্তি যিনি আত্নপক্ষ সমর্থনে যথাযথ ব্যবস্থা গ্রহনে আর্থিকভাবে অসচ্ছল ;

·        আদালতে কর্তৃক আর্থিকভাবে অসহায় বা অসচ্ছল বলে বিবেচিত ব্যক্তি;

·        জেল কর্তৃপক্ষ কর্তৃক আর্থিকভাবে অসহায় বা অসচ্ছল বলে সুপারিকৃত বা বিবেচিত ব্যক্তি;

·        আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ এর উদ্দেশ্য পূরনকল্পে সংস্থা কর্তৃক সময় সময় চিহিত আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন, নানাবিধ আর্ত- সামাজিক এবং প্রাকৃতিক দুযোর্গের কারনে ক্ষতিগ্রস্থ ব্যক্তি যিনি আর্থিক অসচ্ছলতার কারনে স্বীয় অধিকার প্রতিষ্ঠার মামলা পরিচালনায় অসমর্থ ।

ব্যাখা:জাতীয় আইনগত সহায়তা প্রদান নীতিমালা ২০০১” এর উদ্দেশ্য পূরনকল্পে ‍‌" অসচ্ছল বা আর্থিকবাবে অসচ্ছল ব্যক্তি “বলতে এমন ব্যক্তিকে বুঝাবে যার বার্ষিক গড় আয় ১,০০,০০০(এক লক্ষ) টাকার বেশি নয় । (সংশোধিত নীতিমালা -২০১৪)

সুপ্রীম কোর্টে আইনগত সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে যে কোন ব্যক্তি যার বার্ষিক গড় আয় ১,৫০,০০০(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকার উর্দ্ধে নয়; এবং শ্রমিক (শ্রম আদালতের ক্ষেত্রে ) যার বার্ষিক গড় আয় ১,০০,০০০ (এক লক্ষ) টাকার উর্দ্ধেব নয় সেও আর্থিকভাবে অসচ্ছল বলে বিবেচিত হবে । (সংশোধিত নীতিমালা -২০১৪)

 

আইনগত সহায়তার আবেদন ফরম কোথায় পাবেন ?

·        জেলা জজকোর্টে অবস্থিত‍“লিগ্যাল এইড অফিস”–এ

·        কারাগারের কর্মকর্তার নিকট

·        জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদকের কার্যালয়ে

·        জাতীয় মহিলা সংস্থার জেলা ও উপজেলা কার্যালয়ে

·        উপজেলা ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে

 

কখন এবং কোন মামলায় সহায়তা পাবেন ?

·        দেওয়ানি,ফৌজদারি,পারিবারিক,জেল আপীলসহ যে কোন মামলায় দায়েরের পূর্বে কিংবা চলমান মামলায়- মামলার বাদী-বিবাদী, ফরিয়াদি বা আসামি যে কেউ আইনগত সহায়তা পেতে পারেন ।

·        বিচারাধীন মামলায় আইন সহায়তার জন্য প্রয়োজণে সংশ্লিষ্ট আদালতেকে ও অবগত করতে পারবেন ।

 

জেলা লিগ্যাল এইড অফিস প্রদত্ত সেবা সমূহঃ

·        আইনি পরামর্শ প্রদান

·        আইনি তথ্য প্রদান

·        মামলা দায়ের এবং প্রতিনিধিত্ব, সরকারি লিগ্যাল এইড তহবিল থেকে ব্যয় বহন করা হয় ।

·        সরকারি খরচে মামলা পরিচালনা এবং মামলা দায়েরের জন্য আইনজীবীর ফি ও মামলা সংক্রান্ত অন্যান্য ব্যয় বহন করা হয় ।

 

 

লিগ্যাল এইড প্রার্থীদের জন্য সুবিধাদি:

·        আইনগত সহায়তা প্রার্থীদের জন্য পৃথক সাক্ষাৎকার গ্রহনের ব্যবস্থা আইনগত সহায়তা প্রার্থীদের জন্য অপেক্ষমান কক্ষ

·        দুগ্ধ প্রদানকারী মায়ের জন্য পৃথক ব্যবস্থা

·        সুপেয় পানির ব্যবস্থা

 

লিগ্যাল এইড প্রার্থীর প্রধান করনীয়ঃ

·        জেলা লিগ্যাল এইড অফিসার ব্যতীত অন্য কারো নিকট থেকে আইনি পরামর্শ গ্রহন করবেন না ।

·        জেলা লিগ্যাল এইড অফিসার এর পরামর্শ ব্যতিরেকে মামলা সংক্রান্ত বিষয়ে কোন ব্যক্তিকে অর্থ প্রদান করবেন না ।

 

জেলা লিগ্যাল এইড কমিটির অফিস কোথায় অবস্থিতঃ

 

iscyiজেলা লিগ্যাল এইড কমিটির অফিস  iscyiজেলা জজ আদালতে এ অবস্থিত । এ ছাড়া দেশের প্রতিটি জেলায় জেলা লিগ্যাল এইড কমিটির অফিস জেলা জজ আদালতে ভবনে অবস্থিত । উল্লেখ্য যে, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রদান কার্যালয় ঢাকায় অবস্থিত ।

 

যোগাযোগ করুন

05bs ছাওলাইউনিয়ন পরিষদ       isপুর জেলা লিগ্যাল এইড অফিস

       সচিব                        হটলাইন                                                  017২২৮০৭০৮৭            01789-540587